শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নাটোরে পিস্তলসহ অপহরণকারী আটক অপহৃতকে উদ্ধার

প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

নাটোর জেলা সংবাদদাতা : নাটোরে আশরাফুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে অপহরণের সময় একটি বিদেশী পিস্তল, দেশীয় অস্ত্র ও একটি মোটর সাইকেলসহ অপহরণকারী দলের এক সদস্য সাদিকুর রহমানকে আটক করেছে র‌্যাব-৫। এসময় অপহরণকারীদের মারপিটে আহত আশরাফুল ইসলামকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে শহরের তালতলা হাফরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল বুধবার দুপুরে শহরের র‌্যাব-৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে তাকে উপস্থিত করা হয়। র‌্যাব-৫ সিপিসি-২এর কোম্পানী কমান্ডার মিজানুর রহমান তাদের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার রাত ১২ টার দিকে শহরের তালতলা হাফরাস্তা এলাকায় ১৩/১৪ জনের একদল সসস্ত্র সন্ত্রাসী আশরাফুলের গজঈ ইটভাটায় যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন