শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পুলিশী তদন্ত সম্পন্ন ছাতকে বিধবাকে ধর্ষণের ঘটনায় থানায় অভিযোগ

প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতকে ধর্ষণের অভিযোগে থানায় লিখিত অভিযোগ করেছেন ৩ সন্তানের জননী বিধবা মেরাজুন নেছা। মঙ্গলবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে বলে জানা গেছে।
অভিযোগে বলা হয়, পৌরসভার চরেরবন্দ গ্রামের শুকুর আলীর মেয়ে মেরাজুন নেছা (২৩)কে একই গ্রামের আমির আলমের কাছে বিয়ে দেয়া হয়। ৩ সন্তান জন্মের পর স্বামী মারা গেলে সে পিত্রালয়ে বসবাস শুরু করে। তার অসহায়ত্বের সুযোগে একই গ্রামের আফিজ আলীর পুত্র তাজুল ইসলাম (৩২)তাকে দ্বিতীয় বিয়ে করার প্রলোভন দেখিয়ে গত ১০জুলাই তার সাথে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হয়। এতে সে অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে বিশ্বাস ভঙ্গের মাধ্যমে সে মেরাজুনকে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। এরপরও প্রাণনাশের ভয়ভীতির মাধ্যমে প্রতারক তাজুল তাকে জোরপূর্বক ধর্ষণ করতে থাকে। পরে তাজুলের পিতা আফিজ আলীও ভাই তাহির আলমকে জানালে তারা বিষয়টি এড়িয়ে যাবার অপচেষ্টায় চালান। অবশেষে সালিশ বৈঠকে মেরাজুনকে বিয়ে করার রায় দেয়া হয়। কিন্তু তার পিতা ও ভাই রহস্যজনক নীরবতা পালন করায় এর অগ্রগতি লক্ষ্য করা যায়নি। অবশেষে মেরাজুন নিরুপায় হয়ে থানায় এ অভিযোগ দায়ের করে।
এ ব্যাপারে মামলার তদন্ত অফিসার এসআই নূর মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থল তদন্ত করে সাক্ষ্য প্রমাণে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি আশ্বস্ত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন