শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

লামায় র‌্যাবের অভিযানে ৭৮ হাজার লিটার মদসহ সরঞ্জাম উদ্ধার

প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

লামা (বান্দরবান) উপজেলা সংবাদদাতা : বান্দরবানের লামা উপজেলার আজিজ নগর ইউনিয়নের হেডম্যান পাড়ায় মদের ড্যারাতে বুধরার সকাল ১০টায় র‌্যাব-৭ বান্দরবান জেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭৮ হাজার লিটার দেশীয় উপজাতীদের তৈরীকৃত চোলাই মদ ও সরঞ্জাম জব্দ করে ধ্বংস করেছে। এ সময় মদ উৎপাদনকারীরা অভিযান টের পেয়ে পালিয়ে যায়।
জানাগেছে, বান্দরবান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট চৈতী সর্ব বিদ্যা ও র‌্যাব ৭ এর কক্সবাজার ক্যাম্প কমান্ডার এ.এস.পি সারাফাত ইসলামের নেতৃত্বে বুধরার সকাল ১০ টায় এ অভিযান পরিচালনা করে। এ সময় হেডম্যান পাড়া ঘিরে রেখে উপজাতি মদ উৎপাদনকারীদের ঘর থেকে ৭৮ হাজার লিটার দেশিয় চোলাই মদসহ মদ তৈরির সরঞ্জাম জব্দ করে। পরে মদ ও সরঞ্জামগুলো নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ধ্বংস করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন