শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

১৪২ আক্রান্ত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২১ নভেম্বর, ২০২১, ১২:০৮ এএম

করোনাভাইরাসে মৃত্যু কমে গেছে; অথচ ডেঙ্গুর নিয়ন্ত্রন হচ্ছে না। এডিস মশাবাহী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৪২ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ১০৪ জন এবং অন্যান্য বিভাগে নতুন ভর্তি হয়েছেন ৩৮ জন। গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৫৪৩ জন। চলতি বছরে গতকাল পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ২৬ হাজার ৩৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৫ হাজার ৭০২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬টি হাসপাতালে ৪৩৬ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১০৭ জন ভর্তি রয়েছে। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৯৮ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন