ইনকিলাব ডেস্ক : নেত্রকোনা, রাউজান ও উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। এছাড়াও বোয়ালখালীতে এক শিশু আহত হয়েছে।
নেত্রকোনায় লড়ির চাপায় শিশু নিহত
নেত্রকোনা জেলা সংবাদদাতা : নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের চল্লিশা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে তেলের লড়ির নীচে চাপা পড়ে টুনি আক্তার (৭) নামে এক শিশু নিহত হয়েছে। এলাকাবাসী ও থানা পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের চল্লিশা গ্রামের রিয়াজ উদ্দিনের কন্যা চল্লিশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী টুনি আক্তার গতকাল বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী তেলের লড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন