স্টাফ রিপোর্টার : ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্য সন্তানদের নিয়ে শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে। সঙ্গীত, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা দিয়ে সাজানো দিনব্যাপী এ উৎসব শুরু হবে। উৎসব উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি। বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী তারানা হালিম, এমপি। প্রতিযোগিদের রিপোর্টিং সকাল সাড়ে ৯টায়, চিত্রাঙ্কন ১০টা। উদ্বোধনী অনুষ্ঠান ১১টা, সঙ্গীত প্রতিযোগিতা সাড়ে ১১ থেকে সাড়ে ১২টায়, আবৃত্তি (ক বিভাগ) সাড়ে বেলা ১২ থেকে দুপুর ১টা। প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এমপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন