শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

লালমোহনে শ্রমিক নিহত

ভোলা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

ভোলার লালমোহনে নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে মো. ফরিদ উদ্দিন নামে এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে লালমোহন সরকারি শাহবাজপুর কলেজের নির্মাণাধীন ৫ তলা ভবনের ৪ তলায় কাজ করতে গিয়ে নিচে পড়ে যায় সে। দুর্ঘটনায় নিহত ফরিদ উদ্দিন পৌরসভার ১১নং ওয়ার্ডের ভাঙাপোল এলাকার আবুল কালামের ছেলে। ফরিদ এক ছেলে ও এক মেয়ের বাবা। সাইড কন্ট্রাকটর ফখরুল দাবি করেছেন কাজ করতে গিয়েই অসাবধনতাবশত নিচে পড়ে গিয়ে মারা যান শ্রমিক ফরিদ উদ্দিন।
দুর্ঘটনায় শ্রমিক নিহতের ব্যাপারে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন