শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশে পুলিশের লাঠিচার্জ, কেন্দ্রীয় নেতা মঞ্জুসহ আহত ১২

খুলনা ব্যুরো | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০২১, ২:২৩ পিএম

খুলনায় কেন্দ্র ঘোষিত সমাবেশে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সোমবার (২২ নভেম্বর) বেলা পৌনে ১২ টার দিকে বিএনপি কার্যলয়ের সামনে সমাবেশ চলাকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছে।

খুলনা মহানগর বিএনপির সহ দপ্তর সম্পাদক শামসুজ্জামান চঞ্চল বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ চলছিল। এসময় নেতার্মীদের ওপর পুলিশ চড়াও হয় এবং লাঠি চার্জ করে। ‌দু’দফায় পুলিশ হামলা চালায়। এতে নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুসহ কমপক্ষে ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া পুলিশ কয়েকজনকে আটক করেছে।
এদিকে দু-পক্ষের সংঘর্ষের ঘটনায় দৈনিক জন্মভূমি পত্রিকার সাংবাদিক দেবব্রত রায়ও আহত হয়েছেন। এসময় তাকে সদর হাসপাতালে নেওয়া হয়।
বি‌ক্ষোভ সমা‌বে‌শে নগর বিএন‌পি সভাপ‌তি নজরুল ইসলাম মঞ্জু ব‌লেন, পু‌লিশ অ‌তি উৎসাহী হ‌য়ে মারমুখী আচরণ শুরু ক‌রে‌ছে। তা‌দের হামলায় আমা‌দের নেতাকর্মীরা আহত হ‌য়ে‌ছেন। পু‌লিশ আমা‌দের দমা‌তে পার‌বেনা। খুলনার জণগন রক্ত দি‌তে প্রস্তুত। স্বরাষ্ট্রমন্ত্রী রোববার ব‌লে‌ছেন বিএন‌পি তা‌দের নেত্রীর মু‌ক্তির জন‌্য যে কোন আ‌ন্দোলন কর‌তে পা‌রে। সেখা‌নে পু‌লিশ কোন আক্রমণ কর‌তে পারবে না। অনুম‌তি দেওয়া স‌ত্বেও পু‌লিশ আমা‌দের উপর চড়াও হ‌য়ে‌ছে।
এর আগে সকাল থেকে খুলনায় সমা‌বে‌শ স্থলে অবস্থান নেয় পু‌লিশ। অপরদিকে নগরীর বি‌ভিন্ন ওয়ার্ড আগত দলীয় কর্মীরা জ‌ড়ো হ‌তে থা‌কে দলীয় কার্যাল‌য়ের সাম‌নে দ‌লে দ‌লে আস‌তে থা‌কে ও স্লোগান দিতে থাকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন