শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মুন্সীগঞ্জে সেরা করদাতা মাহবুব হোসেন রন্টু

সিরাজদিখান(মুন্সীগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০২১, ৬:২৮ পিএম

“আমরা স্বাবলম্বী হব সকলে কর দেব,দেশে সেবা করব বলে কর দেব সবাই মিলে” – এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার ২০২০-২১ করবর্ষের সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের সম্মাননা, ট্যাক্স কার্ড ও সনদপত্র প্রদান করা হয়েছে। এসময় মুন্সীগঞ্জের সেরা করদাতা নির্বাচিত হন মেসার্স এস সরকার এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মাহবুব হোসেন রন্টু। আজ বুধবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ চেম্বার ভবনের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ কর অঞ্চলের আয়োজনে নারায়ণগঞ্জ কর কমিশনার অনিমেষ রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত নারায়ণগঞ্জ -৫ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিকেএমএ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ,কে,এম সেলিম ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি খালেদ হায়দার খান কাজল। অনুষ্ঠানে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ জেলার মোট ৭ জনকে এ সম্মাননা দেওয়া হয়। মুন্সীগঞ্জের মেসার্স এস সরকার এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী মাহবুব হোসেন রন্টু সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাজী হোসেন জামান শুক্কুর মাহমুদ এর ছেলে। তিনি এর আগেও ৩ বার এ সম্মাননা সনদ পান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন