রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দি নিউ অক্সফোর্ড কিন্ডার গার্টেন এন্ড স্কুল ভবন নির্মাণে এক চাঁদাবাজ ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করায় ওই স্কুলের পরিচালককে লাঠিপেটা করে আহত করা হয়। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার ঐরাবো এলাকায় ঘটে এ ঘটনা।
দি নিউ অক্সফোর্ড কিন্ডার গার্টেন এন্ড স্কুলের পরিচালক ইকবাল হোসেন জানান, ঐরাবো এলাকায় অবস্থিত এ স্কুলের দীর্ঘ দিন ধরে তিনি পরিচালনা করে আসছেন। গত এক বছর আগেই স্কুলের একটি ভবন নির্মাণের কাজ ধরা হয়। নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকেই ঐরাবো এলাকার শামসুল হকের ছেলে চাঁদাবাজ শাহজাহান মিয়া ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে ইকবাল হোসেনের কাছে। চাঁদার টাকা না দিলে ভবন নির্মাণের কাজ বন্ধ করে দিবে বলেও হুমকি দিয়ে আসছে। বৃহস্পতিবার দুপুরে শাহজাহান মিয়াসহ তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে স্কুলে প্রবেশ করে পূর্বের দাবিকৃত চাঁদার ৫ লাখ টাকা দাবি করেন। এসময় চাঁদার টাকা দিতে অস্বীকার করলে চাঁদাবাজরা ইকবাল হোসেনকে লাঠিপেটা করে আহত করে। এ বিষয়ে অভিযুক্ত শাহজাহান মিয়া বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সঠিক নয়। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন