হিলি সংবাদদাতা : মাদরাসা জাতীয়করণের দাবি ও প্রাথমিক শিক্ষা বৈষম্য দুরীকরণসহ ৭ দফা দাবিতে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বাংলাদেশ সংযুক্ত ও সতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্য পরিষদের উদ্যোগে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কন্দর্পপুর ডিএস দাখল মাদরাসা হলরুমে পাউশগাড়া কামিল মাদরাসার অধ্যক্ষ আলহাজ মামুনুর রশিদের সভাপতিত্বে শিক্ষক সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় কমিটির সভাপতি মাওলানা বজলুর রশিদ, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রিয় কমিটির সহ সভাপতি মাওলানা হাফিজুর রহমান, কেন্দ্রিয় কমিটির মহিলা বিষয়ক সহ সম্পাদক রোজিনা খানম।
সমাবেশে শিক্ষকরা তাদের উপ-বৃত্তিসুবিধা, বেতন বৈষম্য, বোনাস বৈষম্য, ভবন নির্মাণ ব্যবস্থা, প্রশিক্ষণের ব্যবস্থা, পদোন্নতির ব্যবস্থা, পৃথক অধিদপ্তর এর দাবি করেন এবং তা বাস্তবায়নের দাবি জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন