শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খানপুরে দুই বেকারীকে জরিমানা

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ থেকে : | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২১, ১২:০০ এএম

নারায়ণগঞ্জে দুটি বেকারীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। গতকাল বুধবার দুপুরে নগরীর খানপুরে এ অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্ব দিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরর নারায়ণগঞ্জ এর সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান। এসময় অভিযানে জেলা কৃষি বিপণন অধিদফতরের প্রতিনিধি, জেলা ক্যাবের প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলে
সেলিমুজ্জামান জানান, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে, নারায়ণগঞ্জ সদর উপজেলার খাঁনপুর এলাকায় বাজারে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের মূল্য পরির্দশন করা হয়। তৈরিকৃত খাদ্যপণ্যের প্যাকেটের উপরে উৎপাদন তারিখ, মেয়াদ উর্ত্তীণ তারিখ, উপাদান এবং সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য স্পষ্টভাবে লিপিবদ্ধ না থাকার অপরাধে রূমা ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরিক ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ধারায় ২০ হাজার টাকা এবং চিটাগাং বেকারীকে ৩৭ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন