ঝিনাইদহ জেলা সংবাদদাতা : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা থেকে জামায়াত-বিএনপির চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) ভোরে অভিযান চালিয়ে উপজেলার ফাজিলপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটক নেতাকর্মীরা হলেন-উপজেলার ওই গ্রামের এজাহার আলী বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম ও সিরাজুল ইসলাম এবং একই গ্রামের মকবুল হোসেনের ছেলে আবুল কালাম ও সিরাজুল ইসলাম।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ কবীর হোসেন চৌধুরী জানান, নাশকতায় জড়িত এবং মদদ দেওয়ার অভিযোগে ভোর ৩টার দিকে অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন