শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বেনাপোল স্থলবন্দরে ৪টি বোমা উদ্ধার

বেনাপোল অফিস : | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০২১, ১২:০৩ এএম

বেনাপোল স্থলবন্দরের অভ্যন্তরে ২৪ নং শেড থেকে গতকাল শনিবার সকালে পরিত্যক্ত অবস্থায় ৪টি বোমা উদ্ধার করেছে পুলিশ। বোমা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বেনাপোল বন্দরের অভ্যন্তরে বোমা রয়েছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে পুলিশ বন্দরের ২৪ নম্বর শেডে অভিযান চালিয়ে ৪টি বোমা উদ্ধার করেছে। তবে কে বা কারা কি উদ্দেশ্যে বোমাগুলো বন্দরের অভ্যন্তরে রেখেছে তা তদন্ত করছে পুলিশ। গোটা বন্দর এলাকায় বিরাজ করছে আতঙ্ক ।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান, বন্দরের শ্রমিকদের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাল কসটেপ দিয়ে জড়ানো অবস্থায় ৪টি বোমা উদ্ধার করা হয়েছে। বন্দরের অভ্যন্তরে নাশকতা সৃষ্টির লক্ষ্যে বোমাগুলো রাখা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। বোমাগুলো নিস্ক্রিয় করতে সংশ্লিষ্টদের খবর দেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন