শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

খাগড়াছড়িতে ৭০ লাখ টাকার অবৈধ কাঠ উদ্ধার

খাগড়াছড়ি উপজেলা সংবাদাতা : | প্রকাশের সময় : ২৯ নভেম্বর, ২০২১, ১২:০১ এএম

 লক্ষমীছড়ি উপজেলার সমুর পাড়া এলাকা থেকে গুইমারা রিজিয়নের আওতাধীন লক্ষমীছড়ি সেনা জোন বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে অবৈধ কাঠ উদ্ধার করেছে। গত শনিবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, গহীন পাহাড়ি এলাকার সরকারি সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে সংগ্রহ করে গভীর রাতে পাহাড়ি ঝিরিপথে কাঠ পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিপুল পরিমাণ কাঠ-বাঁশ উদ্ধার করে। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা দ্রæত পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে প্রায় ১ হাজার টুকরা কাঠের গুড়ি ও আনুমানিক ৫ হাজার বাঁশ উদ্ধার করা হয়। যার আনমানিক মূল্য প্রায় ৭০ লাখ টাকা। উদ্ধারকৃত কাঠ-বাঁশ বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়।
এ বিষয়ে লক্ষমীছড়ি সেনা জোনের কমান্ডার লে. কর্নেল মো. রাশেদুজ্জামান রাশেদ বলেন, এটিই এ এলাকায় স্মরণকালে জব্দকৃত সবচেয়ে বড় চালান। ভবিষ্যতে এ ধরনের অবৈধ বনজ সম্পদ পাচার বন্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন