খুলনা ব্যুরো : খুলনা জেলা আইনজীবী সমিতির ভেতরে-বাইরে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। বাইরে ব্যানার ও প্যানা শোভা পাচ্ছে। প্রার্থীরা ইতিমধ্যেই ছবি সম্বলিত লিফলেট বিতরণ শুরু করেছে। প্রতিদিন চলছে প্রার্থীদের গণসংযোগ। আওয়ামী লীগের নেতৃত্বাধীন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ গত বৃহস্পতিবার প্যানেল ঘোষণা করেছে। বিএনপি সমর্থিত সর্ব দলীয় আইনজীবী ঐক্য পরিষদ প্রার্থীদের খসড়া তালিকা তৈরি করেছে। আগামী ৩১ অক্টোবর মনোনয়নপত্র দাখিল এবং ২৭ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা আইনজীবী সমিতি নির্বাচন-১৭ উপলক্ষে খুলনা জেলা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের উদ্যোগে গত বৃহস্পতিবার দুপুর ২টায় প্যানেল ঘোষণা সভা বারের হল রুমে অনুষ্ঠিত হয়। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের সভাপতি পদে সরদার আনিছুর রহমান পপলু, সাধারণ সম্পাদক বিজন কৃষ্ণ মÐল, সহ-সভাপতি মিকাইল হুসাইন ও মঞ্জিলুর রহমান মলিক, যুগ্ম-সম্পাদক এসএম কামাল হাসান, লাইব্রেরি সম্পাদক মো. বাবুল হাওলাদার, সাহিত্য ও পত্রিকা সম্পাদক আরাফাত হোসেন, নির্বাহী সদস্য পদে আবেদুর মুরছালিন টিটো, প্রশান্ত কুমার গাইন, ফাল্গুনী ইয়াসমিন মিতা, আব্দুল মজিদ, নাজমুন নাহার লাকী, মো. নাসির হোসেন ও হোসেন মোহাম্মদ জাবের। সভায় সর্বসম্মতিক্রমে এড. বাদশা মিয়াকে আহŸায়ক ও কাজী আবু শাহীনকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
বিএনপি সমর্থিত সর্বদলীয় আইনজীবী ঐক্য পরিষদের সভাপতি শেখ মাসুদ হোসেন রনি, সহ-সভাপতি সরদার আব্দুল জলিল, শরিফুল ইসলাম জোয়ার্দার, সাধারণ সম্পাদক মোলা মাসুম আল-রশিদ, যুগ্ম-সম্পাদক এজাজুল হাসান মুকু, সাংস্কৃতিক সম্পাদক শেখ মোহাম্মদ মঞ্জেল আলী, পাঠাগার সম্পাদক এসএম মহিতুর রহমান কচি, সদস্য ইয়াসিন বিন সদর, জিএম মাসুদ করিম, মনিরুল ইসলাম পান্না, আব্দুল হক এস্কেন্দারকে মনোনয়ন দেয়া হয়েছে। সদস্য তিনটি পদে এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি। নির্বাচন কমিশনের সূত্র জানায়, আগামী ১০ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহার, এবারের ভোটার সংখ্যা এক হাজার ২৮৬। গেল নির্বাচনে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ মনোনীত সরদার আনিসুর রহমান পপলু সভাপতি ও এসএম ইকবাল হোসেন সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন