বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

চিলমারীতে ভূয়া সিআইডি সাব ইন্সপেক্টর আটক

চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ নভেম্বর, ২০২১, ৮:৫৯ পিএম

কুড়িগ্রামের চিলমারীতে সাজু আহম্মেদ পায়েল নামে ভুয়া এক ‘সিআইডি কর্মকর্তা’কে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার রমনা রেল স্টেশন বাজার থেকে মঙ্গলবার বিকেলে প্রতারণার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

এ ভুয়া সিআইডি কর্মকর্তা অসুস্থ হওয়ার অভিনয় করে দোকান থেকে ঔষুধ ক্রয় করতে চাইলে আলমগীর ইসলাম নামে এক মুদি ব্যবসায়ী ঔষুধ বিক্রি করে না বলে জানান। কিন্তু পরে খুব অসুস্থতা কথা বললে ঐ ব্যবসায়ী বাড়ী থেকে ঔষুধ এনে দিলে তার ড্রাগ লাইসেন্স আছে কি না মর্মে মামলার ভয় প্রদর্শন করে নিজেকে সিআইডির দাবী করে মোটা অঙ্কের টাকা আদায়ের চেষ্টা করলে নগদ ১হাজার টাকা দেন।

পরে ঐ ব্যবসায়ী বিষয়টি স্থানীয়দের সাথে আলোচনা করে চিলমারী মডেল থানায় অবহিত করে ভূয়া সি আইডি সাব ইন্সপেক্টর কর্মকর্তাকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

আটক ভূয়া সি আইডি কর্মকর্তা রংপুর জেলার কাউনিয়া উপজেলার রাজিব শঠিবাড়ী গ্রামের আব্দুল আউয়ালের ছেলে।

চিলমারী মডেল থানার ওসি আনোয়ারুল ইসলাম বলেন, মামলা প্রক্রিয়াধীন আছে। আগামীকাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন