অস্বাস্থ্যকর পরিবেশ ও বৈধ কাগজপত্র না থাকায় টাঙ্গাইলে একটি ক্লিনিক ও একটি অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে। এছাড়াও চারটি ক্লিনিককে ১ লাখ ৮০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বুধবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রানুয়ারা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন ডা. শামীম হোসাইন চৌধুরী উপস্থিত ছিলেন।
টাঙ্গাইলের ডেপুটি সিভিল সার্জন ডা. শামীম হোসাইন চৌধুরী বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ, ক্লিনিকের বৈধ কাগজপত্র ও দায়িত্বরত ডাক্তার না থাকায় শহরের মেরিন নার্সিং হোমকে ৩০ হাজার টাকা জরিমানাসহ সিলগালা, জয় ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানাসহ অপারেশন থিয়েটার সিলগালা, পাইলট হাসপাতালকে ২০ হাজার টাকা ও ইউনাইডেট ক্লিনিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এসময় সিভিল সার্জনের অফিসের কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন