রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

জাবি ছাত্রলীগের ৩ নেতা কর্মী বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত

প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

জাবি সংবাদদাতা : সাংবাদিক নির্যাতনের দায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শাখা ছাত্রলীগের ৩ নেতা-কর্মীকে বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার রাতে অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক। তিনি জানান, জাবি ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক মহিতোষ রায় টিটোকে ২ বছরের জন্য, সহ-সম্পাদক জি এম ইকরামউদ্দিন অমি ও ছাত্রলীগ কর্মী ইকরাম নাহিদকে ৬ মাসের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃৃত হয়েছেন। এসময় এ তিন ছাত্রলীগ নেতা-কর্মীকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, গত ৮ জুন রাতে এক অপহরণকারীকে রক্ষার চেষ্টায় বাধা দিলে বহিষ্কৃতদের নেতৃত্বে ১০-১২ জন ছাত্রলীগকর্মী বিডিনিউজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শফিকুল ইসলামকে দেশীয় অস্ত্র দিয়ে মাথা ও পিঠে আঘাত করে জখম করে। এদিকে সাংবাদিক মারধরের ঘটনায় ১০-১২ জন অংশ নিলেও মাত্র তিনজনকে বহিষ্কার করায় ক্ষোভ বিরাজ করছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের মধ্যে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন