শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

আওয়ামী লীগের সম্মেলন সিলেটে উৎসবের আমেজ

প্রকাশের সময় : ২২ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

সিলেট অফিস: উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ও দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন আগামী শনি ও রোববার ঢাকায় অনুষ্ঠিত হবে। এ সম্মেলনের ঢেউ লেগেছে সিলেটেও। সম্মেলনকে ঘিরে সিলেটে দলটির নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলন উপলক্ষে সিলেট নগরীতে আলোকসজ্জা করা হয়েছে। সিলেট মহানগরীর অন্যতম প্রবেশপথ ক্বিনব্রিজসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে সংগঠনের পক্ষ থেকে আলোকসজ্জা করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে লাগানো হয়েছে ব্যানার, পোস্টার, বিলবোর্ড।
এ বিষয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, গণমানুষের সংগঠন আওয়ামী লীগ। এ সংগঠনের ২০তম জাতীয় সম্মেলনের কথা গণমানুষকে জানাতে এবং নেতাকর্মীদের মধ্যে যে উৎসবের আমেজ বিরাজমান, সেটাকে আরো আনন্দময় করতে নগরীতে আলোকসজ্জা করা হয়েছে। এদিকে কেন্দ্রীয় সম্মেলনে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে প্রায় ১৫শ’ কাউন্সিলর ও ডেলিগেট অংশগ্রহণ করবেন। তন্মধ্যে কাউন্সিলর ২০৪ জন এবং ডেলিগেট ১৩শ’ জন।
সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী জানান, সম্মেলনে জেলা আওয়ামী লীগ থেকে ১৬৪ জন কাউন্সিলর এবং এক হাজার ডেলিগেট অংশ নেবেন।
সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান জানান, দলের আসন্ন কেন্দ্রীয় সম্মেলনে মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ৪০ জন কাউন্সিলর এবং ৩শ ডেলিগেট অংশগ্রহণ করবেন। এদিকে সম্মেলনে যেসব কাউন্সিলর ও ডেলিগেট অংশগ্রহণ করবেন, তাদের জন্য যাতায়াত এবং ঢাকায় থাকার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন এ দুই নেতা। তবে অনেকে নেতাকর্মীই ইতিমধ্যে ঢাকায় পৌঁছে গেছেন।
আসন্ন সম্মেলনে সিলেট থেকে কোন নেতা কোন পদ পাচ্ছেন- এ নিয়েও নেতাকর্মীদের মধ্যে রয়েছে কৌতূহল। পদ পেতে পারেন, এমন নেতাদের মধ্যে আলোচনায় আছেন- আওয়ামী লীগের সিলেট বিভাগীয় বর্তমান সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও অর্থমন্ত্রীর ভাই ড. একে মোমেন প্রমুখ। এর বাইরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দলের গুরুত্বপূর্ণ দায়িত্বেই থাকবেন, এমনটা মনে করছেন সাধারণ নেতাকর্মীরা।
আ.লীগের সম্মেলনে অ্যাপ তৈরী করলেন সিলেটের এমদাদ
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে দেশের ঐতিহ্যবাহী সংগঠন আওয়ামী লীগের সম্মেলন শুরু হচ্ছে আজ। দুইদিনব্যাপী ওই সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশ বিদেশী অতিথিরা উপস্থিত থাকবেন। এই সম্মেলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেতাকর্মীদের প্রোফাইল পিকচারেও শোভা পাচ্ছে সম্মেলনের একটি বিশেষ অ্যাপটি। কিন্তু সম্মেলনের এই অ্যাপটির নির্মাতা হলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও বর্তমানে জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা এমদাদুর রহমান। সবাইকে ছাপিয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি। তাকে নিয়েই সবখানে সরব আলোচনা। তাঁর তৈরি আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের লোগো সম্বলিত বিশেষ অ্যাপটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক সাড়া ফেলেছে। প্রধানমন্ত্রীর আইটি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়সহ দলের শীর্ষসারির নেতাদের ফেসবুকের প্রোফাইল পিকচারেও শোভা পাচ্ছে তাঁর তৈরী বিশেষ অ্যাপটি। প্রতি মুহূর্তেই স্বেচ্ছাসেবক লীগ নেতা এমদাদের তৈরী এই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। বিশেষ করে আওয়ামী লীগ এবং ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ফেসবুকের প্রোফাইল পিকচারে ব্যবহৃত হচ্ছে বেশি।
এমদাদুর রহমান জানান, গত ১৭ অক্টোবর রাতে ফেসবুক প্রোফাইলে ব্যবহারের জন্য বিশেষ এই অ্যাপটি তৈরি করেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন