শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

আবারও ময়লার গাড়ির ধাক্কায় বৃদ্ধা আহত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় সম্প্রতি নটর ডেম কলেজের এক ছাত্রসহ দুইজন নিহত হওয়ার ঘটনার রেশ এখনো কাটেনি। এরমধ্যেই গতকাল বৃহস্পতিবার সিটি করপোরেশনের একটি ময়লার ট্রাকের ধাক্কায় আরজু বেগম নামে এক বৃদ্ধা আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত ওই বৃদ্ধা পেশায় একজন পোশাককর্মী। সকাল ৮টার দিকে মোহাম্মদপুরের আল্লাহ করিম মসজিদের সামনে ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি কোমর ও হাতে আঘাত পান। এদিকে গাড়িটিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের স্টিকার লাগানো থাকলেও দুর্ঘটনার পর পুলিশ প্রথমে জানায়, গাড়িটি ঢাকা উত্তর সিটির। তবে ঢাকা উত্তর সিটি দাবি করে, গাড়িটি তাদের নয়, এটি দক্ষিণের।
পরবর্তীতে আটক গাড়িচালকের বরাত দিয়ে পুলিশ জানায়, গাড়িটি দক্ষিণ সিটির। তবে ঢাকা দক্ষিণ সিটি কর্তৃপক্ষ স্টিকার থাকলেও গাড়িটি তাদের নয় বলে দাবি করেছে। মোহাম্মদপুর থানার ওসি আবদুল লতিফ জানান, পুলিশ ওই বৃদ্ধাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। ময়লার গাড়ির ওই চালককে আটক করা হয়েছে।
মোহাম্মদপুর থানার এসআই নাজমুল হাসান বলেন, আটক গাড়িচালক জানিয়েছেন গাড়িটি দক্ষিণ সিটির। ঢাকা উত্তর সিটির এক কর্মকর্তা গাড়িটি দক্ষিণ সিটির বলে জানিয়েছেন।
তবে দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাসের দাবি করেন, ময়লার গাড়িটি তাদের নয়। গাড়িতে তো ঢাকা দক্ষিণ সিটির স্টিকার লাগানো- এ বিষয়ে আবু নাসের বলেন, কেউ যদি দক্ষিণ সিটির স্টিকার ব্যবহার করে গাড়ি চালায়, তাহলে তো গাড়িটি দক্ষিণ সিটির হয়ে যায় না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন