রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দুই সপ্তাহ পর করেনায় ১ জনের মৃত্যু সুনামগঞ্জে, শনাক্ত ৫ জনের

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২১, ৫:৫০ পিএম

টানা দুই সপ্তাহের বেশি সময় পর ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১জনের মৃত্যুর ঘটনা ঘটেছে সিলেটে। এছাড়া গত চব্বিশ ঘন্টায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫ জন। বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেন, গত সর্বশেষ চব্বিশ ঘন্টায় ১৩ জন সহ আক্রান্তদের মধ্যে ৪৯ হাজার ৪২৭ জন সুস্থ হয়ে ওঠেছেন। আজ শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, গত শুক্রবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগের সুনামগঞ্জে মৃত্যু হয়েছে ১ জন করোনা রোগীর। এনিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১১৮১ জন। এরমধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৮ জন সহ সিলেট মৃতের সংখ্যা ৯৮৭ জন। এ ছাড়া সুনামগঞ্জের ৭৪ জন, মৌলভীবাজারের ৭২ জন ও ৪৮ জন মারা গেছেন হবিগঞ্জের। এর আগে, গত ১৬ নভেম্বর সকাল ৮টা থেকে ১৭ নভেম্বর সকাল ৮টা অবধি গত চব্বিশ ঘন্টার মধ্যে ৩ জন করোনা মারা গিয়েছিলেন সিলেটে।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় ৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন সিলেটে। এরমধ্যে ৪ জন সিলেটের, অপরজন মৌলভীবাজারের। ৫৮৯ জনের নমুনা পরীক্ষা করে পজিটিভ ধরা পড়েছেন এই ৫ জন। শনাক্তের হার ০ দশমিক ৮৫। সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৯৯২ জন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন