শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

ঢাকাস্থ ভোলা সমিতি ঢাকার উদ্যোগে ১৭ জোড়া বর-কনের শুভ বিবাহ অনুষ্ঠিত

ভোলা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ ডিসেম্বর, ২০২১, ৬:২২ পিএম | আপডেট : ৭:৪৪ পিএম, ৪ ডিসেম্বর, ২০২১

ঢাকাস্থ ভোলা সমিতি ঢাকার উদ্যোগে ১৭ জোড়া বর-কনের শুভ বিবাহ অনুষ্ঠিত হয়েছে। ৪ ডিসেম্বর শনিবার দুপুরে সামারাই কনভেনশন সেন্ট্রারে ঢাকাস্থ ভোলা সমিতির উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও বিবাহ সহায়তা প্রকল্পের আওতায় ভোলা জেলার এতিম, গরিব অসহায় ১৭ জোড়া বর-কনের বিবাহ সম্পন্ন করেছে।

বর-কনেদের আশীর্বাদ জানাতে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আলী আযম মুকুল এমপি, বিবিএস ক্যাবলস এর চেয়ারম্যান সিআইপি ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার, সাবেক সচিব আবুল কালাম আজাদ, ভোলা সমিতির সভাপতি মোঃ মাকসুদ হেলালী, সাধারন সম্পাদক মোঃ সহিদুল হক মুকুল, বিবাহ সহায়তা প্রকল্পের সমন্বয়ক এবিএম মামুন অর রশিদ, প্রকৌশলী এটিএম মহিউদ্দিন ফারুক, প্রকল্পের আহ্বায়ক এম,ইউ, গোলাম রসুল বেলাল, সদস্য সচিব এস এম মনিরুজ্জামন লিটন, বিবাহ প্রকল্পের সদস্য ও লালমোহন ফাউন্ডেশনের আহব্বায়ক প্রফেসর হাসান, বিশিস্ট ব্যাবসায়ী মোস্তফা কামাল, ঢাকা উত্তর আঞ্চলিক কমিটির চেয়ারম্যান বিশিস্ট ব্যাবসায়ী সেলিম খান, সদস্য ও মিডিয়া কমিটির আহব্বায়ক এমদাদুল হাসান রাফেজ, সদস্য সচিব মোসলেউদ্দিন রিফাত, সদস্য মোহাম্দদ আলী সবুজ, সদস্য রাহাত সহ ভোলা জেলার বিশিস্ট ব্যাক্তিবর্গ উপসথিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Ahmed hossain khan ৪ ডিসেম্বর, ২০২১, ৬:৪৫ পিএম says : 0
Nobo dompotider dampotto jibon sukh santi kamona korci. Ar suridoyban ayojokdeer donnodab janacci tahader ai mohot udduger jonno,
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন