শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বরিশালে মৎস্য অধিদফতরের সেমিনার

বরিশাল ব্যুরো : | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২১, ১২:০৪ এএম

বরিশালে মৎস্য অধিদফতরের ‘সাসটেইনবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্প’ সম্পর্কে গণমাধ্যম কর্মীদের নিয়ে এক সেমিনার ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে অংশগ্রহণকারীরা উপকূলের মৎস্য সম্পদ সংরক্ষণসহ এর সঠিক ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন। গতকাল রোববার নগরীর মৎস্য প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আবদুর রাজ্জাক। মৎস্য অধিদফতরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক আনিছুর রহমানের সভাপতিত্বে সেমিনার ও প্রশিক্ষণে গ্রীন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের প্রধান ড. মো. ওয়ালিউর রহমান প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন।
‘সাসটেইনবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্প’র উপ-প্রকল্প পরিচালক মো. কামরুল ইসলামের সঞ্চালনায় সেমিনারে বরিশাল ছাড়াও পটুয়াখালী ও ঝালকাঠি জেলার গণমাধ্যম কর্মীরাও অংশ নেন। সেমিনারে দেশের উপকূলীয় মৎস্য সম্পদের বিভিন্ন দিক ও সম্ভাবনার কথা তুলে ধরে তার যথাযথ ব্যবহারের পাশাপাশি সংরক্ষণ ও সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করা হয়। এক্ষেত্রে গণমাধ্যমের বিশাল ভূমিকার কথাও তুলে ধরেন অতিরিক্ত বিভাগীয় কমিশনারসহ মৎস্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেমিনারে অংশগ্রহণকারী গণমাধ্যম কর্মীরাও মৎস্য সেক্টরের বিভিন্ন দিক তুলে ধরেন। বিশ^ ব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে দেশের উপকূলীয় ১৪টি জেলার ৭৫টি উপজেলায় প্রায় ১ হাজার ৯শ’ কোটি টাকার একটি মৎস্য উন্নয়ন প্রকল্প আগামী ২০২৩ সালের মধ্যে বাস্তবায়ন করা হচ্ছে। এর ফলে উপকূলীয় মৎস্য সম্পদ ছাড়াও জেলে ও মৎস্যজীবীদের জীবনমানের উন্নয়ন তরান্বিত হবে বলে আশা করছেন প্রকল্প সংশ্লিষ্টরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন