শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

ডা. মুরাদকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ডিসেম্বর, ২০২১, ১২:০০ এএম

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে অবশেষে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বলা হয়েছে। গতকাল রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তার বাসভবনে ডা. মুরাদ হাসানের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। আমি প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে প্রধানমন্ত্রীর বার্তা পৌঁছে দিয়েছি।

চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ধর্ষণের হুমকি সম্বলিত অডিও ফাঁস ও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নারীদের প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করে গত দুদিন ধরে তোপের মুখে মুরাদ হাসান। এছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পরিবারের এক সদস্যকে নিয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের ‘নারীবিদ্বেষী’ বক্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়। এরই মধ্যে মাহিয়া মাহির সাথে ফাঁস হয় একটি ফোনালাপ। দাবি করা হচ্ছে, এই কথোপকথনটি ডা. মুরাদ হাসান ও চিত্রনায়িকা মাহিয়া মাহির। ফোনালাপে থাকা চিত্রনায়ক ইমন ইতোমধ্যে সেটি স্বীকারও করেছেন।
ফাঁস হওয়া ওই কথোপকথনে তথ্য প্রতিমন্ত্রী মাহিকে ধর্ষণের হুমকি দেওয়ার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় তুলে আনার হুমকি দেন। পুরো বক্তব্যে ‘অশ্রাব্য’ কিছু শব্দ উচ্চারিত হয়েছে। বিষয়টি এখন ‘টক অব দ্য কান্ট্রি’। এছাড়াও তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের ছাত্রলীগ নেত্রীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন।
ডা. মো. মুরাদ হাসান একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০৮ সালেও তিনি একই আসনে থেকে নির্বাচিত হয়েছিলেন। ২০১৯ সালে সরকার গঠনের সময় মুরাদ হাসানকে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। পরে ৫ মাসের মাথায় ওই বছরের ১৯ মে তার দফতর পরিবর্তন করে তথ্য প্রতিমন্ত্রী করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (10)
Add
Md Ataur Rahman ৭ ডিসেম্বর, ২০২১, ৫:১৩ এএম says : 0
Thank,s
Total Reply(0)
Add
Taposh Kumar ৭ ডিসেম্বর, ২০২১, ৬:১৪ এএম says : 0
· শুধু পদত্যাগ নয় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত
Total Reply(0)
Add
আব্দুল্লাহ আল-আমিন ৭ ডিসেম্বর, ২০২১, ৬:১৫ এএম says : 0
শুধু পদত্যাগ নয়। মাননীয় প্রধানমন্ত্রীর উচিত এই অসভ্য চরিত্রহীন অমানুষটা'কে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা।।
Total Reply(0)
Add
Akbar Hossain Nishad ৭ ডিসেম্বর, ২০২১, ৬:১৫ এএম says : 0
এই পদত্যাগের মাধ্যমে অন্য মন্ত্রীদের সতর্ক হওয়া দরকার। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন।
Total Reply(0)
Add
জাফর আহাম্মেদ ৭ ডিসেম্বর, ২০২১, ৬:১৫ এএম says : 0
সংসদ সদস্য পদ থেকেও বহিষ্কার করে দল ও সরকারের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা উচিত।
Total Reply(0)
Add
MD Borhanuddin ৭ ডিসেম্বর, ২০২১, ৬:১৬ এএম says : 0
মির্জা ফখরুল ইসলামের মাধ্যমে যখন জানাগেল মুরাদ একসময় ছাত্রদল করতেন, তখন তার মন্ত্রীত্ব বাতিলের সিদ্ধান্ত আসে।
Total Reply(0)
Add
Saiful Islam ৭ ডিসেম্বর, ২০২১, ৬:১৬ এএম says : 0
প্রধানমন্ত্রী আপনাকে ধন্যবাদ! বাংলাদেশের মানুষ অন্ধ সমালোচক নয়। শুধু খারাপ কাজের নিন্দা নয়, ভাল কাজের প্রশংসাও করতে জানে, আশা করি আপনি ভবিষ্যতে আর কোনও মুরাদকে কোনও দ্বায়িত্ব দিবেন না। এবং এই মুরাদদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করবেন।
Total Reply(0)
Hafiza khatun ৭ ডিসেম্বর, ২০২১, ৬:৪৪ এএম says : 0
শুধু পদত্যাগ নয় বিচারের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা করতে হবে।
Total Reply(0)
Shafayet ৭ ডিসেম্বর, ২০২১, ৯:৫৬ এএম says : 0
মন্ত্রী MP বানানোর সময় সতর্ক থাকা দরকার।
Total Reply(0)
alamgir ৭ ডিসেম্বর, ২০২১, ৫:৫৮ পিএম says : 0
যথাযথ উপযুক্ত ব্যবস্থা গ্রহনের জন্য মাননীয় প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ