বাকৃবি সংবাদদাতা : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (বাকৃবিসাস) সদস্যদের অনুসন্ধানমূলক, খেলাধুলা ও গবেষণাধর্মী রিপোর্টিং-এ দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ৮ দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার সমাপনী হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) শ্রেণিকক্ষে ওই প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ এবং স্মরণিকার মোড়ক উন্মোচন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবর।
সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিটিআইর পরিচালক অধ্যাপক ড. এম মোজাহার আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, কৃষি সাংবাদিকতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় ও শিক্ষার মান নিয়েও সাংবাদিকদের লেখালেখি করতে হবে। তোমাদের সবসময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সচেষ্ট থাকতে হবে। বিশেষ অতিথি ছিলেন একুশে টেলিভিশনের চীফ এডিটর ও সিইও মনজুরুল আহসান বুলবুল এবং দৈনিক প্রথম আলো পত্রিকার যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান।
অনুষ্ঠানে মিজানুর রহমান খান বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কৃষি সাংবাদিকতা বিভাগ খোলা এখন সময়ের দাবি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এ বিষয় নিয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে বলে আশা করি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরীসহ বিভিন্ন অনুষদের শিক্ষক ও অংশগ্রহণকারী ১৮ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের কোর্স কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন অধ্যাপক ড. মাছুমা হাবিব ও অধ্যাপক এ কে এম রফিকুল ইসলাম। প্রশিক্ষণে দৈনিক সমকালের প্রতিনিধি আহাদ আলম শিহাবের সম্পাদনায় একটি স্মরণিকা প্রকাশ করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন