সাতক্ষীরা জেলা সংবাদদাতা: দুই ভাইয়ের মারামারি ঠেকাতে গিয়ে নিহত হয়েছেন মা যমুনা খাতুন। শুক্রবার রাতে সাতক্ষীরা শহরের অদূরে আগরদাঁড়ি ইউনিয়নের বেতলা গ্রামে এ ঘটনা ঘটে। সাতক্ষীরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা সাংবাদিকদের জানান, বেতলা গ্রামের আবদুস সবুরের দুই ছেলে নাজমুল ও আল আমিন নারকেল পাড়া নিয়ে বিরোধে জড়িয়ে পড়ে। রাতে তারা দু’জনে মারামারি করতে থাকে। জানতে পেরে তাদের মা যমুনা খাতুন (৪৫) ছেলেদের ঠেকাতে ঘর থেকে বের হন। মারামারির মধ্যে পড়ে গিয়ে তিনি গুরুতর আঘাত পান। সাথে সাথে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরো জানান, এটি কোনো হত্যাকাÐ নয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। গতকাল (শনিবার) সকালে লাশের ময়না তদন্ত করতে মর্গে পাঠানো হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন