শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

শৃঙ্খলা নেই বলেই সড়ক নিরাপদ নয়- সিএমপি কমিশনার

প্রকাশের সময় : ২৩ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার বলেছেন, বর্তমানে সড়কে কোনো শৃঙ্খলা নেই। এ কারণে সড়ক নিরাপদ নয়। বিশৃঙ্খল ও অনিরাপদ সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। তবে দুর্ঘটনা কমাতে কেবল চালককে নয়, একই সঙ্গে পথচারী, যাত্রীসহ সংশ্লিষ্ট সকলকেই সচেতন হতে হবে। মানতে হবে আইন। গতকাল (শনিবার) নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত ‘দোষারোপ নয়, দুর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে নিয়ম মানতে হবে’ শীর্ষক পরিবহন মালিক-শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সিএমপি কমিশনার এ কথা বলেন।
চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সংগঠনের সভাপতি এস এম আবু তৈয়বের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিপ হ্যান্ডলিং এন্ড বার্থ অপারেটরস্ এসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান এ কে এম শামসুজ্জামান, সাংবাদিক এম নাসিরুল হক, জাতীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন নেতা ছিদ্দিকুল ইসলাম, চট্টগ্রাম প্রাইমোভার ট্রেইলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ হুমায়ূন কবির, চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি উজ্জ্বল বিশ্বাস, বাংলাদেশ অটোরিকশা অটো-টেম্পো শ্রমিক ইউনিয়ন চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম (খোকন), ওমেগার কর্ণধার মো. মোস্তফা কামাল লিটন। এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক চৌধুরী ফরিদ। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন