শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

অসহায়-দরিদ্রদের জন্য ‘মানবতার ঝুঁড়ি’

ঝিনাইগাতী (শেরপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফায়েজুর রহমানের নেতৃত্বে শেরপুরের ঝিনাইগাতীতে এক অভিনব এবং প্রসংশনীয় উদ্যোগ ‘মানবতার ঝুড়ি’র কর্যক্রম অব্যাহত রয়েছে। এতে প্রতিদিন অসহায় ও হতদরিদ্র লোকজন পাচ্ছেন বিভিন্ন ফল। ফেইসবুক ভিত্তিক সামাজিক সংগঠন ‘ঝিনাইগাতী থেকে যা কিছু দেখছি’ এর অ্যাডমিন প্যানেলের সদস্যদের উদ্যোগে অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষদের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। উপজেলা শহরের ফলের দোকানে দোকানে ‘মানবতার ঝুঁড়ি’ রাখা হয়েছে। এসব ঝুঁড়িতে বৃত্তবান ফল ক্রেতাগণ ফল কিনে ২/১ টি করে রেখে যান। এভাবে ফল জমিয়ে অসহায় অতিদরিদ্র যারা ফলের পুষ্টি বঞ্চিত, ক্রয় করে খেতে পারেন না তাদের মাঝে বিলিয়ে দিচ্ছেন ওসি ফায়েজুর রহমান।
গত ২ মাস হলো চালু করেছেন এই অভিনব কর্মসূচির। আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ঝিনাইগাতী থানার ওসি মো. ফায়েজুর রহমান। তিনি নিজে প্রথমে ফল ক্রয় করে ঝুঁড়িতে রাখেন এবং অসহায়দের হাতে ফল তুলে দিয়ে বলেন, যারা ফল ক্রয় করে খেতে পারেন না তাদের জন্যে বৃত্তবান ক্রেতাগণকে ফল ক্রয় করে হতদরিদ্রদের জন্য কিছু ফল রেখে যাবেন। ওসির এমন ব্যতিক্রমধর্মী অভিনব উদ্যোগকে সর্বস্তরের জনগণ স্বাগত জানিয়ে প্রশংসা করছেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন