স্টাফ রিপোর্টার : ইসলামী ঐক্য আন্দোলনের নায়েবে আমির মওলানা রুহুল আমীন বলেছেন, গণবিরোধী পাঠ্যসূচি শিক্ষাআইন বাতিল করা না হলে আন্দোলন গড়ে উঠবে। বাংলাদেশকে ইসলামশূন্য করার ষড়যন্ত্রের অংশ পাঠ্যসূচি জাতীয় শিক্ষানীতি ২০১০ ও প্রস্তাবিত শিক্ষাআইন ২০১৬ মুসলমানদের এ দেশে মানা হবে না। ইসলামবিরোধী সব কর্মকা-ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। তিনি বলেন, জাতীয় জীবনে ইসলামী শিক্ষার বাস্তবায়ন না থাকার কারণে সমাজে আজ চরম অরাজকতা বিরাজ করছে।
গত শনিবার সকালে ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর শাহজানপুর থানা শাখার দায়িত্বশীলদের নিয়ে বৈঠকে তিনি এ কথা বলেন। সংগঠনের থানা শাখার আহ্বায়ক মুহাম্মদ আলী হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরো বক্তব্য রাখেন আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা: সাখাওয়াত হুসাইন, ঢাকা মহানগরীর আমির মোস্তফা বশীরুল হাসান, নায়েবে আমির মওলানা ফারুক আহমদ, মাওলানা মাহফুজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মওলানা মুহিব্বুল্লাহ ভূইয়া।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন