শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পরকীয়া সইতে না পেরে লাইভে এসে প্রবাসী স্বামীর আত্মহত্যা

দেবিদ্বার (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২১, ১২:০৩ এএম

স্ত্রীর পরকীয়া সইতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক লাইভে এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সবুজ সরকার নামে এক প্রবাসী যুবক। গত সোমবার বাংলাদেশ সময় রাত ১১টায় সৌদি আরবের তায়েফে ইংরেজি (সবুজ সরকার) নামে তার ব্যক্তিগত ফেইসবুক আইডির লাইভে এসে আত্মহত্যা করে। নিহত সবুজ সরকার কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানার টনকী ইউনিয়নের মাজুর গ্রামের মৃত জাহাঙ্গীর আলমের ছেলে।

নিহত সবুজ সরকারের ফুফু বিলকিস বেগম ও চাচাতো ভাই আরিফুর রহমান মানিক বলেছেন, সবুজ এক সময় গাড়ি চালক ছিল। সেই সুবাদে পাশ^বর্তী বাইড়া গ্রামের কবির হোসেনের মেয়ে মুক্তা আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তবে এ বিষয়ে জানতো না সবুজের পরিবার। গত ৫ বছর পূর্বে ভাগ্য পরিবর্তনের আশায় সৌদি আরবে পাড়ি জমায় সবুজ। সেখানে যাওয়ার ৮ মাসের মাথায় প্রেমের সম্পর্ক বিয়েতে পরিনত করতে পরিবারের লোকজনকে রাজি করায় সে। মোবাইল ফোনের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়।
বিয়ের পর দু’বছর বেশ ভালই ছিল তাদের সম্পর্ক। এরই মধ্যে মুক্তা একাধিক ছেলের সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলে। এমনকি কয়েকবার বাড়ি থেকে পালিয়ে গিয়ে ১০ থেকে ১৫ দিন বাহিরে থেকে আবার বাড়ি ফিরে আসে।বিষয়টি জানার পর সবুজ তাকে ক্ষমা করে দিয়ে আবারো তার পরিবারে গিয়ে থাকার জন্য মুক্তাকে প্রস্তাব করে। সবুজ তার সকল উপার্জন স্ত্রীর হাতে তুলে দিবে এমন শর্তে সংসার করতে রাজি হয় মুক্তা। এভাবে কেটে যায় আরো দু’বছর। কিছুদিন পূর্বে মুক্তা আবারো উপজেলার ত্রিশ গ্রামের এক যুবকের সাথে পালিয়ে যায়।
বিষয়টি কিছুতেই মেনে নিতে পারেনি সবুজ। তাই সে তার ফেইসবুক লাইভে এসে আত্মহত্যা করে। এদিকে স্ত্রীর পরকীয়ায় স্বামীর আত্মহত্যার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় স্ত্রী মুক্তা আক্তারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী। বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার দৈনিক ইনকিলাবকে জানান, আত্মহত্যার বিষয়টি আমি শুনেছি, তবে পুরোপুরিভাবে এখনো জানতে পারিনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন