বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ট্রেনে কাটা পড়ে ভাই-বোনসহ ৪ জনের মৃত্যু

নীলফামারী সংবাদদাতা : | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

নীলফামারী-সৈয়দপুর রেলপথের বউ বাজার নামকস্থানে ট্রেনে কাটা পড়ে একই পরিবারে তিন শিশুসহ চারজন নিহত হয়েছে। গতকাল বুধবার সকাল আটটায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের বউ বাজার মনসাপাড়া গ্রামের রিক্সাচালক রেজওয়ান আলীর তিন সন্তান রিমা আক্তার (১২), লিমা আক্তার (৮) ও ছোট ছেলে মমিনুর (৩) এবং একই গ্রামের প্রতিবেশী মৃত আনোয়ার হোসেনের ছেলে শামিম হোসেন (৩০)। ঘটনাস্থলে রিমা ও লিমা মারা গেলেও হাসপাতালে নেয়ার পথে মমিনুর ও শামিম মারা যায়।
স্থানীয়রা জানায় বাড়ীর পাশে রেললাইনের উপর বসে নিহত তিন শিশু খেলা করছিল। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট এক্সপ্রেস ট্রেন কাছাকাছি এলেও তারা রেললাইনের উপর খেলছিল। এ সময় প্রতিবেশী রেল ব্রীজের পাহারাদার শামিম শিশুদের বাঁচাতে গিলে সেসহ ৪ জন ট্রেনে কাটা পড়ে। এই মর্মান্তিক ঘটনার পর সৈয়দপুর-নীলফামারী রেলপথ ২ ঘন্টা বন্ধ হয়ে যায়। এ সময় আটকে পড়ে নীলফামারী থেকে ছেড়ে আসা খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনটি। নীলফামারী পুলিশ সুপার মোখলেছুর রহমান জানান লাশ রেললাইন থেকে সরিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন