উপমহাদেশের প্রখ্যাত ওলী শামসুল উলামা আল্লামা ছাহবে কিবলাহ ফুলতলী রহ.-এর প্রতিষ্ঠিত গণমানুষের সংগঠন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ শ্রীমঙ্গল উপজেলা শাখার ২০২১/২০২২ খ্রি. সেশনের কাউন্সিল গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাজিল মাদরাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ডোবাগাওঁ দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. মুজিবুর রহমান আল মাদানীর সভাপতিত্বে ও মাওলানা কাজী নাছির উদ্দিন এর পরিচালনায় পবিত্র আল কোরআনের তেলওয়াতের মাধ্যমে শুরু হয় কাউন্সিল অধিবেশন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সংগঠনের জেলা সভাপতি মুফতি মো. শামসুল ইসলাম, সহকারি নির্বাচন কমিশনার ছিলেন জেলার সহ সভাপতি মাওলানা মো. মকবুল ইসলাম খান, সহ সাধারণ সম্পাদক মাওলানা মো. ইসহাক আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওলানা মো. এনামুল হক। কাউন্সিলের পর্বে স্থানীয় আল ইসলাহ নেতৃবৃন্দ সংগঠনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন। কাউন্সিলে সর্বসম¥তিক্রমে মাওলানা মো. মুজিবুর রহমান আল মাদানীকে সভাপতি ও মাওলানা কাজী মো. নাছির উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির অন্যান্য দায়িত্বশীলগণ হলেন সহ-সভাপতি হাজী মো. কেরামত আলী, মাওলানা মো. আব্দুল মজিদ, মাওলানা মো. মনির উদ্দিন, হাফিজ মো. ফখরুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল মুমিন, মাওলানা মো. রাশিদ আলী, আবু সাঈদ মো. বেলাল। সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. জাহাঙ্গীর আলম, আনোয়ার হোসেন জসিম, মাওলানা মো. আমির হামজা। প্রচার সম্পাদক মাওলানা মো. আবুল কাউয়ূম, সহ প্রচার এম হেলাল উদ্দিন, অর্থ সম্পাদক মো. আব্দুস সত্তার, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মো. আব্দুর রউফ, শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক আকরামুল হক সোহাগ, পাঠাগার সম্পাদক মাওলানা মো. আব্দুল আলী, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা মো. আশরাফ হোসেন, অফিস সম্পাদক মাওলানা মো. আব্দুল হান্নান ও সদস্য মাওলানা মো. আব্দুর রকিব, মো. শাহিন আহমদ, মো. হারুনুর রশিদ, মো. সালাহ উদ্দিন প্রমূখ। কমিটির পূর্ণাঙ্গ তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন