শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

বিএনপি নেতা আলালকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা ছাত্রলীগের

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৯ ডিসেম্বর, ২০২১, ৯:২১ পিএম

বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলালকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করেছেন নগর ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার এক বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘোষণা দেন ছাত্রলীগের নেতারা। দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয় চত্বরে ছাত্রলীগ সভাপতি ইমরান আহাম্মেদ ইমুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে মোয়াজ্জেম হোসেন আলাল চরম ধৃষ্টতা প্রদর্শন করেছে। তাকে অবিলম্বে গ্রেফতার করতে হবে।
তাকে বীর চট্টলায় অবাঞ্ছিত ঘোষণা করে তারা বলেন, যেখানে কুলাঙ্গার আলালকে পাওয়া যাবে সেখানেই প্রতিরোধ করা হবে। সমাবেশে বক্তব্য রাখেন নগর ছাত্রলীগ সহ-সভাপতি ইয়াসিন আরাফাত কচি, সাংগঠনিক সম্পাদক ইরফানুল আলম জিকু, সম্পাদক ম-লীর সদস্য আশরাফ উদ্দিন টিটু, এমএ হালিম শিকদার মিতু, শেখ সরফুদ্দিন সৌরভ, ইমরান কামাল বনি প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন