শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চতুর্থ ধাপের ইউপি নির্বাচন

সরিষাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থীদের প্রচার প্রচারণায় বাধার অভিযোগ

সরিষাবাড়ী (জামালপুর)সংবাদদাতা | প্রকাশের সময় : ১২ ডিসেম্বর, ২০২১, ৭:৫০ পিএম | আপডেট : ৭:৫২ পিএম, ১২ ডিসেম্বর, ২০২১

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান পদে (আনারস প্রতীকের) স্বতন্ত্র প্রার্থী সামস উদ্দিনের প্রচার-প্রচারণার কাজে ও পোষ্টার লাগাতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। আনারস প্রতিকের প্রচারনার কাজে নৌকা প্রতীকের প্রার্থী ও সমর্থকরা বাধা দিয়ে আসছেন। এ নিয়ে গতকাল রোববার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসার কাছে ও উপজেলার নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাকসুদ আলমের কাছে লিখিত অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী সামস উদ্দিন। লিখিত অভিযোগে জানা যায়, সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নে ১৯৯৭ সাল থেকে টানা চারবার সুনামের সাথে চেয়ারম্যান হিসেবে দায়ীত্ব পালন করে আসছেন সামস উদ্দিন। আগামী ২৬ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তার নির্বাচনী প্রচার-প্রচারণার কাজে ও পোষ্টার লাগাতে বাধা প্রয়োগসহ সর্মথকদের মারধর করে আসছেন নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আশরাফুল আলম মানিক ও তার বহিরাগত সন্ত্রাসী বাহিনী সদস্যরা। এ সন্ত্রাসী বাহিনীর স্বশস্ত্র মহড়া ও তান্ডবে আতংকিত হয়ে পড়ছেন সাধারন ভোটাররা। এতে সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট গ্রহণের শংকায় পড়েছেন ইউনিয়নবাসী। অপর দিকে, উপজেলার ভাটারা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান (আনারস প্রতীক) প্রার্থী হারুন অর রশিদ খানের ও নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিন বাদলের পোষ্টা ছেড়া এবং প্রচারণায় বাধা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে। নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বোরহান উদ্দিন বাদল বলেন, বিএনপি দলীয় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদ খান ও তার সমর্থকরা নৌকার পোষ্টা ছিড়ে ফেলে দিচ্ছে। কোথাও পোষ্টার লাগাতে দিচ্ছে না স্বতন্ত্র প্রাথীর সমর্থকরা। এ দিকে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হারুন অর রশিদ খান বলেন, প্রতীক বরাদ্দের আগে থেকেই তার সমর্থকদের বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাট শুরু করেছে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা। এ ছাড়া প্রচারণার কাজে পোষ্টার লাগাতে বাধা দিয়ে আসছেন নৌকার সমর্থকরা। পোগলদিঘা ইউনিয়নের নৌকার প্রার্থী আশরাফুল আলম মানিক দম্ভের সাথে বলেন, স্বতন্ত্র প্রার্থীর আনারস প্রতিকের কোনো প্রকার প্রচার ও পোষ্টার লাগানোর কাজ সহজে করতে দেয়া হবে না। এতে যেকোনো ব্যবস্থা নেয়ার জন্য তিনি প্রস্তুত রয়েছেন বলে জানান। উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাকসুদ আলম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে গুরুত্বের সাথে ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন