ভোটকেন্দ্রে হানা দিয়ে প্রভাব বিস্তারের দায়ে মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে দেয়া ভ্রাম্যমাণ আদালতের দুই বছরের সাজা মওকুফ করেছেন আদালত। গতকাল রোববার চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম জেলা ও দায়রাজজ ফারজানা আকতারের আদালত এই আদেশ দেন। আদালতে অতিরিক্ত পিপি মো. নাছির উদ্দীন জানান, ভ্রাম্যমাণ আদালতের দুই বছরের কারাদ-ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল। আদালত শুনানি শেষে আপিল মঞ্জুর করে দুই বছরের সাজা মওকুফ করে দেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২০১৬ সালের ৭ মে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলাকালে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের একটি কেন্দ্র এলাকা থেকে অস্ত্র, গুলি ও ব্যালট পেপারে ব্যবহৃত সীলসহ রনিকে আটক করে নির্বাচনী দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা। পরে ভ্রাম্যমাণ আদালত ভোটকেন্দ্রে অবৈধ প্রবেশ ও প্রভাব বিস্তারের দায়ে ইউপি নির্বাচন আইনে তাকে দুই বছরের কারাদ- দেন। ওইদিনই তাকে কারাগারে পাঠানো হয়। পরে ছাত্রলীগের আন্দোলনের মুখে ওই বছরের ৩০ জুন জামিনে মুক্তি পান রনি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন