বাগেরহাটের ফকিরহাটে বাঘের চামড়াসহ দুই পাচারকারীকে আটক করেছে র্যাব। গত শনিবার রাতে ফকিরহাট উপজেলার কাটাখালী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) সদস্যরা। আটককৃতরা হলেন, খুলনার ডুমুরিয়া কাঞ্চনপুর এলাকার মৃত কোরেশ মাহমুদের ছেলে মো. আজিজুর রহমান ও খুলনার সোনাডাঙ্গা থানার গ্রামীন আবাসিক এলাকার মো. জামাল খানের ছেলে মো. সাইদ খান। আটককৃতদের বিরুদ্ধে বন্যপ্রাণী পাচার আইনে মামলা দায়ের পূর্বক ফকিরহাট থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। গতকাল রোববার বিকেলে খুলনা র্যাব-৬ এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী বাজার এলাকায় সুন্দরবনের ঐতিহ্য রয়েল বেঙ্গল টাইগারের চামড়া ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন খবরের ভিত্তিতে র্যাব-৬ (সদর কোম্পানি) একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় পালানোর চেষ্টাকালে খুলনার ডুমুরিয়ার কাঞ্চনপুর এলাকার মৃত কোরেশ মাহমমুদের ছেলে মো. আজিজুর রহমান ও সোনাডাঙ্গা এলাকার মো. জামাল খানের ছেলে মো. সাইদ খানকে গ্রেফতার ও তাদের কাছ থেকে ১টি বাঘের চামড়া জব্দ করা হয়।
তাদের ফকিরহাট থানায় মামলাসহ হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন