রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

না’গঞ্জ পলি ক্লিনিকে অবহেলায় প্রসূতির মৃত্যু

প্রকাশের সময় : ২৪ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : শহরের পলি ক্লিনিকে ডাক্তার ও নার্সদের কর্তব্যে অবহেলায় স্বপ্না রানী সাহা (২৫) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার বিকেলের ওই ঘটনার পর ক্লিনিকটির সকল ডাক্তার, নার্স ও কর্মকর্তারা গেইটে তালা লাগিয়ে পালিয়ে যায়। তবে প্রসূতির মৃত্যুতে বিক্ষুব্ধ স্বজনেরা হাসপাতালের ডাক্তার, নার্স ও প্রতিষ্ঠানের মালিকে গ্রেফতারসহ বিচার দাবি করেন। প্রতিষ্ঠানটির মালিক বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ডাক্তার শাহনেওয়াজ চৌধুরী। রোববার (২৩ অক্টোবর) দুপুরে শহরের পলি ক্লিনিক জেনারেল হাসপাতালে সিজার অপারেশন করার পর রোগীর অবস্থার অবনতি হলে তাকে ঢাকার স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানকার ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। তবে নবজাতক কন্যা শিশুটি সুস্থ রয়েছে বলে জানিয়েছেন নিহতের স্বজনরা। নিহত স্বপ্না রানী সাহা বন্দর আমিন পপুলার এলাকার নিমাই ঘোষের বাড়ীর ভাড়াটিয়া লিটন সাহার স্ত্রী। নিহতের মা নমীতা সাহা জানান, শনিবার বিকেলে ধারাবাহিক চেকাপের পর রোববার ক্লিনিকে ভর্তি করার জন্য নির্দেশ দেন ডাক্তার পারুল আক্তার। যার প্রেক্ষিতে বৃহস্পতিবার ৯টায় গর্ভবতী স্বপ্নাকে পলি ক্লিনিক জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুর ১২টায় সিজার অপারেশন করা হয়। কিন্তু অপারেশনের পর শিশু সুস্থ্য থাকলেও স্বপ্নার অবস্থার অবনতি হয়। তখন হাসপাতালের ডাক্তার কিছুটা চেষ্টা করে ঢাকার সমরিতা হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। পরে তাকে সমরিতা হাসপাতালের পরিবর্তে স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার ডাক্তার মৃত ঘোষণা করেন। প্রতিষ্ঠানটির মালিক ডা. শাহনেওয়াজ চৌধুরীর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। অন্যদিকে ঘটনাস্থল পরিদর্শন করা নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আবু তালেব জানান, ভুক্তভোগী পরিবারকে সব ধরনের আইনী সুযোগ সুবিধা দেওয়া হবে। তবে তাদের এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন