শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

গাড়িচাপায় ২ মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

সিটি করপোরেশনের ময়লার গাড়ি চাপায় নিহত নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম ও সাংবাদকর্মী কবির খানের মৃত্যুর ঘটনায় দুই পরিবারকে ৫ কোটি করে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।
গতকাল সোমবার ব্যারিস্টার ফয়েজ আহমেদ বাদী হয়ে রিট করেন। রিটে জনপ্রশাসন মন্ত্রণালয় সচিব, ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। এর আগে গত ২৪ নভেম্বর ঢাকা দক্ষিণ সিটির ময়লার গাড়ির চাপায় নিহত হন নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসান। এ ঘটনায় নগরজুড়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। পরদিন ২৫ নভেম্বর রাজধানীর বসুন্ধরা সিটি কমপ্লেক্সের উল্টোদিকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির চাপায় প্রাণ হারান আহসান কবির খান। কবির খান দৈনিক সংবাদের কম্পিউটার বিভাগে কর্মরত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন