যশোরের কেশবপুর উপজেলার ইউপি নির্বাচনে সরকারি চাকরিজীবী চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার অভিযোগ উঠেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের আপত্তি আমলে না নিয়ে গত রোববার স্বতন্ত্র প্রার্থী মো. আলাউদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার বজলুর রশীদ। তার এই সিদ্ধান্তের বিরুদ্ধে সিনিয়র জেলা নির্বাচন অফিসার বরাবর আপিল করেছেন নৌকার প্রার্থী গৌতম রায় ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আয়ুব হোসেন।
তাদের দাবি, ২০১৮ সালের এক প্রজ্ঞাপনে যশোরের কেশবপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সরকারিকরণ হয়েছে। এ প্রতিষ্ঠানে দর্শন বিষয়ের প্রভাষক পদে কর্মরত মো. আলাউদ্দিন। তিনি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত থেকেও কেশবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি যশোরের সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. হুমায়ুন কবীর। জানা যায়, ২০১৯ সালের ২৭ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষক বিভাগের উপসচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮ সালের ৯ অক্টোবর কেশবপুর পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় সরকারি করা হয়। বর্ণিত বিদ্যালয়টির নাম সংশোধন করে ‘কেশবপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়’ যশোর নামে সরকারি করা হল। এরপর ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে কেশবপুর পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বেসরকারি আমলে কর্মরত শিক্ষক-কর্মচারীর ৪৩টি পদ আত্তীকরণ করা হয়। এই আত্তীকরণের তালিকায় দর্শন বিষয়ের প্রভাষকের একটি পদ রয়েছে। আর ওই পদে একজন প্রভাষক কর্মরত আছেন, তিনি হলেন মো. আলাউদ্দিন।
কেশবপুর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আয়ুব হোসেন জানান, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মো. আলাউদ্দিন সরকারি প্রতিষ্ঠানে কর্মরত। আইন অনুসারে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য। এ বিষয়ে রিটার্নিং অফিসারের কাছে আপত্তি দিয়েছিলাম। কিন্তু তিনি আপত্তি আমলে নেননি। তাকে বৈধ প্রার্থী ঘোষণা করেছেন। রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিষয়ে আপিল করেছি জেলা সিনিয়র নির্বাচন অফিসার বরাবর।
স্বতন্ত্র প্রার্থী মো. আলাউদ্দিন জানান, প্রতিষ্ঠান ও পদ আত্তীকরণ (সরকারি) হলেও ব্যক্তি হিসেবে এখনো আমার চাকরি গেজট প্রকাশ হয়নি। এজন্য প্রার্থী হয়েছি। রিটানিং অফিসার যাচাই বাছাই করে মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন।
কেশবপুর উপজেলা নির্বাচন অফিসার ও কেশবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার বজলুর রশীদ বলেন, স্বতন্ত্র প্রার্থী মো. আলাউদ্দিনের প্রার্থীতা নিয়ে আপত্তি করা হয়েছিল। কিন্তু আপত্তির বিষয়ে যথাযথ তথ্য প্রমাণ দিতে না পারায় আলাউদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন