রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আইটি এন্ড টেলিকম

যে মোবাইল পানিতে ডুবে না

প্রকাশের সময় : ২৫ অক্টোবর, ২০১৬, ১২:০০ এএম

বেঙ্গালুরুতে জন্ম নেওয়া প্রশান্ত রাজ উরস তৈরি করে ফেললেন এমন মোবাইল, পানি যার বিন্দুমাত্র ক্ষতি করতে পারে না। এমনকী পানিতে পড়ে গেলে এই মোবাইল ডুবে যায় না। ক্যালিফোর্নিয়ার পালো অল্টোতে কমেট কোর নামের একটি কোম্পানি চালান প্রশান্ত। সেই কোম্পানির তরফেই তৈরি করা হয়েছে এই মোবাইল, যা পানিতে পড়ে গেলে ডুবে যাওয়ার পরিবর্তে ভাসতে থাকে। মোবাইলটি ডিজাইন করেছেন প্রশান্ত নিজে। ফোনটিতে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা, ৪.৭ ইঞ্চির স্ক্রিন, কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮১০ ২ গিগাহার্টজ অক্টা কোর প্রসেসর, এবং ৪ জিবি র‌্যাম। কালো, সাদা ও সোনালি রং-এর ভার্সান পাওয়া যাবে ফোনটির। এখনও বাজারে ছাড়া হয়নি মোবাইলটি। তবে অনলাইন শপিং-এর মাধ্যমে ফোনটির বুকিং এখন থেকেই শুরু হয়ে গেছে।

স আদনান রিয়াদ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন