স্বাধীনতার সুবর্ণজয়ন্তি ও মহান বিজয় দিবসে পটুয়াখালীর দুমকিতে জুতা পায়ে শহীদ মিনারে ইউএনও'র নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে!
বৃহস্পতিবার (১৬ ডিসম্বর) সকাল সাড়ে ৭টায় পটুয়াখালীর দুমকি উপজেলা কমপ্লেক্স চত্ত্বরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে মহান বিজয় দিবসের অনুষ্ঠান শুরু হয়।উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মো. শাহাদাৎ হোসেন'র নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনকালে উপজেলা লূথার্যান হেলথ্ কেয়ার(LHCB) এর সিকিউরিটি গার্ড মোঃ সুলতানা শিকদার জুতা পায়ে বেদিতে ওঠেন। ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড এবং মুহুর্তেই ভাইরাল হলে সমালোচনার ঝড় ওঠে।মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এমন চিত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সবাই।একইসাথে জুতা পায়ের ওই ব্যক্তিটির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবিও করেছেন তারা।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলমগীর হোসাইন নামের একজন কমেন্ট করেছেন,উনি শহীদ মিনারে আসছেন নেতাকে খুশী করার জন্য,শহীদদের প্রতি সন্মান জানাতে নয়।খান আলামীন কমেন্ট করেছেন,জাতীয় কুলাঙ্গার! জলিল শিকদার নামের একজন কমেন্ট করেছেন,দুমকিতে এরকমের ঘটনা আরো একবার ঘটেছে!
এ বিষয়ে সিকিউরিটি গার্ড মোঃ সুলতান বলেন, আমি একেবারেই বুঝতে পারিনি।পরবর্তীতে এমন কাজ আর হবে না।আমি দুঃখিত।
এবিষয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন মাসুদ বলেন,অনুষ্ঠান শুরুর পূর্বে মাইক দিয়ে সবাইকে সতর্ক করা হয়েছিল। বিষয়টি আমার জানা নেই।আপনার মাধ্যমে শুনলাম।
উপজেলা চেয়ারম্যান এড. হারুন অর রশীদ হাওলাদার বলেন,এটি হওয়ার কথা নয়।আমি এখনও দেখিনি।তবে কেউ জুতা নিয়ে বেদিতে উঠলে তা অত্যন্ত দুঃখজনক।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন