শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজনে পুরান ঢাকায় উৎযাপিত হলো বিজয়ের সুবর্ণ জয়ন্তী।
বৃহস্পতিবার ( ১৬ ডিসেম্বর) সূত্রাপুরের মালাকাটোলায় শহীদ স্মৃতি গ্রন্থাগারের উদ্যোগে দিনব্যাপী শিশুদের কবিতা আবৃত্তি, সংগীত, চিত্রাংকন প্রতিযোগিতা আর নাটিকা উপস্থাপনের মধ্য দিয়ে বিজয়ের ৫০ বছর উৎযাপন করা হয়। শিশুদের অভিনয়ে নাটক ৭১-এর দিনগুলো মঞ্চায়ন করা হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন জাতীয় কবি পরিষদের সভাপতি গীতিকার এম.আর. মনজু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি সংসদ বাংলাদেশ'র প্রতিষ্ঠাতা কবি তৌহিদুল ইসলাম কনক, কবিয়ালের সভাপতি বাপ্পি সাহা, অনুষ্ঠান সঞ্চালনা করেন বৃষ্টি সাহা, সভাপতিত্বে ছিলেন শহীদ স্মৃতি গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা উত্তম কুমার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গাজী সারোয়ার হোসেন বাবু বলেন, প্রজন্ম থেকে প্রজন্মে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে শহীদ স্মৃতি গ্রন্থাগারের প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করছে। শিশুদের নিয়ে আজকের এই আয়োজন তারই ধারাবাহিকতার অংশ। শিশুদের জানতে হবে বঙ্গবন্ধুর কথা, বাংলাদেশের কথা, মুক্তিযুদ্ধের চেতনার কথা। জানতে হবে রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়নশীল বাংলাদেশের কথা। বাংলাদেশ বিরোধী, স্বাধীনতা বিরোধীদের সম্পর্কেও প্রকৃত ইতিহাস জানতে হবে।
সর্বোপরি এদেশের স্বাধীনতার মহান স্থপতি, ইতিহাসের পাতার একজন অবিস্মরনীয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে শিশুদের গড়ে তুলতে অভিভাবকদেরও এগিয়ে আসতে হবে বলেও যোগ করেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতা অংশগ্রহণকারী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন