রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১, ২৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রূপগঞ্জে গায়ে হলুদের গাড়িতে ডাকাতি

স্টাফ রিপোর্টার, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) থেকে : | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২১, ১২:০১ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গায়ে হলুদের গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল গাড়িতে থাকা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও মোবাইল সেট লুটে নিয়েছে। প্রতিবাদ করায় ডাকাতদের হামলায় ৫ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ছনপাড়া-ভোলাব মানিক সড়কে ঘটে এ ডাকাতির ঘটনা। আহতরা হলেন, ভোলাব ইউনিয়নের চারিতালুক এলাকার ইসমাইল হোসেন, হাবিবুর রহমান, খাইরুল কবির, হাসেম মিয়া ও ইমরান হোসেন। আহত খাইরুল কবির জানান, তার ভাই তাজুল মিয়ার শুক্রবার বিয়ের আয়োজন করা হয়। বিয়ে করছেন পার্শ্ববর্তী আড়াইহাজার উপজেলার বান্টি এলাকায়। গত বৃহস্পতিবার রাতে একটি প্রাইভেটকার ও দুটি মোটরসাইকেল যোগে বান্টি এলাকার কনের বাড়ি থেকে গায়ে হলুদ দিয়ে নিজ বাড়ি চারিতালুক এলাকায় ফিরছিলেন তারা। রাত ৯টার দিকে ছনপাড়া-ভোলাব মানিক সড়কে বটতলা এলাকায় পৌঁছামাত্র ১২ থেকে ১৫ জনের ডাকাতদল ধারালো ছেনি, চাইনিজ কুড়ালসহ ধারালো অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে গাছের গুঁড়ি ফেলে গায়ে হলুদের প্রাইভেটকার ও মোটরসাইকেল গতিরোধ করে। পরে দুই জনকে হাত-পা বেঁধে ফেলে সড়কের এক পাশে ফেলে রাখে। এসময় গায়ে হলুদের গাড়িতে থাকা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে চারটি মোবাইল সেট ও নগদ প্রায় ২০ হাজার টাকা লুটে নেয়। প্রতিবাদ করায় ইসমাইল হোসেন, হাবিবুর রহমান, খাইরুল কবির, হাসেম মিয়া ও ইমরান হোসেন নামের ৫ জনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। এসময় আহতদের চিৎকারে ঘটনাস্থলের পার্শ্ববর্তী পূবেরগাঁও, গুতুলিয়া ও চারিতালুক এলাকার মানুষ ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করে ঘটনাস্থলে এগিয়ে এলে ডাকাতদল কানিবিল দিয়ে দৌড়ে পালিয়ে যায়। আহতদের মধ্যে হাবিবুর রহমানের অবস্থা আশঙ্কা বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন