শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

দৌলতখানে বসতঘর থেকে বিষধর সাপ রাসেল ভাইপার উদ্ধার

দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২১, ১২:৩১ পিএম

ভোলার দৌলতখানে বসতঘর থেকে বিষধর সাপ রাসেল ভাইপার উদ্ধার করা হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ীর সফিউল্যাহর বসতঘর থেকে সাপটি উদ্ধার করা হয়। বিরল সাপটি দেখতে শতশত লোক ভির করে ওই বাড়িতে। স্থানীয়রা জানায়, গৃহকর্তা সফিউল্যাহ তার রান্নাঘরে সাপটি দেখতে পান। এসময় সফিউল্যাহর পরিবারের সদস্যরা অনেক ভয় পেয়ে যান। পরে প্রতিবেশী রাকিব নামের এক যুবকের সহায়তায় সাপটি একটি পাত্রে বন্দি করে ফেলা হয়। খবর পেয়ে বন বিভাগের লোকজন বিষধর সাপটি উদ্ধার করে অবমুক্তকরণের জন্য নিয়ে যায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাওলাদার বলেন, বিষয়টি বনবিভাগকে জানানো হয়েছে। তারা বিষয়টি দেখছে। বনবিভাগের দৌলতখান রেঞ্জ কর্মকর্তা আকরাম হোসেন জানান, সাপটি উদ্ধার করে তজুমদ্দিন রেঞ্জের শশীগঞ্জ বিটের বনে অবমুক্তকরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন