শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

স্কুল ছাত্রীর আপত্তিকর ছবি ধারণ করে ফেইসবুকে ছাড়ার হুমকি, ৩০ হাজার টাকায় মীমাংসা

মির্জাগঞ্জ(পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২১, ৪:০৮ পিএম

মির্জাগঞ্জে জোড় করে এক স্কুলছাত্রী(১৫)এর আপত্তিকর ছবি মোবাইলে ধারণ করে ফেইসবুকে ছাড়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একই গ্রামের আব্বাস হাওলাদার নামের এক যুবকের বিরুদ্ধে। ঘটনা জানাজানি হলে এক দিন পর বৃহস্পতিবার রাতে ৩০ হাজার টাকায় মীমাংসা করে দেয় নবনির্বাচিত ইউপি সদস্য মোঃ সরোয়ার হোসেন ।

ঘটনাটি ঘটেছে মির্জাগঞ্জ ইউনিয়ের দক্ষিণ ঘটকের আন্দুয়া গ্রামে। অভিযুক্ত একই গ্রামের বারেক হাওলাদারের ছেলে।
ভুক্তভোগী স্কুল ছাত্রীর অভিযোগ, বুধবার সকালে তার মা ও স্বজনরা কাজের জন্য ঘরের বাহিরে যায়। আব্বাস হাওলাদার এই সুযোগে ভুক্তভোগীর অজান্তে ঘরে প্রবেশ করে জোরপূর্বক মোবাইল দিয়ে আপত্তিকর দুইটি ছবি তুলে।ভুক্তভোগী কান্নাকাটি করলে তাকে ছেড়ে দিয়ে বলে শুক্রবারে বাড়ীর পাশে বাগানে যদি না যায় তাহলে ছবি ফেইসবুক ছেড়ে দিবে।
ভুক্তভোগীর মা জানান, আপনারা যা শুনছেন তা সত্য। এছাড়াও অনেক আগে এই ছেলে আমার মেয়েকে বিভিন্ন সময় বিরক্ত করতো। নবনির্বাচিত ইউপি সদস্য সরোয়ার মীমাংসার চেষ্টা করছে।
মুঠোফোনে ভুক্তভোগীর বাবা ঘটনার সত্যতা স্বীকার করেন ৷
অভিযুক্তের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। সে বাড়িতে নাই বলে জানিয়েছেন তার পরিবাররা ।
নব-নির্বাচিত ইউপি সদস্য মোঃ সরোয়ার হোসেনরে কাছে জানতে চাইলে তিনিও ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুই পরিবারই গরীব তাই দুই পক্ষকে ডেকে মীমাংসা করা হয়েছে।
মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন তালুকদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন