বহুল আলোচিত মালয়েশিয়ায় জনশক্তি রফাতানি সংক্রান্ত দ্বি-পাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ রোববার স্থানীয় সময় সকাল দশটায় কুয়ালালামপুরে কর্মী প্রেরণ বিষয়ে মালয়েশিয়ার সাথে বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর করছেন দেশটির মানবসম্পদ মন্ত্রী এম সারাভানান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। কুয়ালালামপুর থেকে বাংলাদেশ হাইকমিশনের নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছেন। সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য প্রবাসী মন্ত্রী ইমরান আহমদ এর নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল গতকাল রাতেই কুয়ালালামপুরে পৌছেন। কলিং ভিসার দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরের মধ্যদিয়ে দেশটির সকল খাতে বাংলাদেশি কর্মী নিয়োগের পথ উন্মুক্ত হলো। উল্লেখ্য, দশ সিন্ডিকেটের অনৈতিক কর্মকান্ডের অভিযোগে ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে তৎকালীন প্রধানমন্ত্রী মাহথির মোহাম্মদ বাংলাদেশ থেকে জনশক্তি আমদানি বন্ধ করে দেন। ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টার পর আজ পুনরায় দেশটিতে জনশক্তি রফতানির পর্দা উঠলো। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়, ইমিগ্রেশনের উর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশের প্রবাসী সচিব ড.আহমেদ মুনিরুছ সালেহীন,বিএমইটির ডিজি শহীদুল আলম, কুয়ালালামপুরে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশানর সরওয়ার আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন