খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : খাগড়াছড়ি শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় রেস্টুরেন্টসহ সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। এতে মালামালসহ ৪৫ লাখ টাকার সম্পদ ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো. হান্নান জানান, সোমবার রাত সোয়া ১১টার দিকে খাগড়াছড়ি শহরের মহাজন পাড়া এলাকায় একটি সোলারের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার ব্রিগেডের একটি ইউনিট, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
খাগড়াছড়ি ফায়ার ব্রিগেডের ইনচার্জ সূর্য আলো চাকমা জানান, আগুনে প্রায় ৪৫ লাখ টাকা ক্ষতি হয়েছে। আগুনের কারণ এখনো জানা যায়নি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন