যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একটি বাড়ি থেকে তিন শিশুসহ সাতজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে দক্ষিণ মোরহেডের একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা সবাই একই পরিবারের সদস্য কিনা তা নিশ্চিত করা হয়নি। মৃত্যুর কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করছেন তারা।
নিহতদের পরিবারের সদস্যরা ফোনে কাউকে খুঁজে না পেয়ে পুলিশকে জানালে ওই বাড়িতে তল্লাশি চালানো হয়। ময়নাতদন্তের জন্য মরদেহগুলোকে স্থানীয় একটি হাসপাতালে পাঠানো হয়েছে। সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এদিকে পুলিশ বলছে, জোর করে কেউ ওই বাড়ির ভেতরে ঢুকেছে বা সেখানে কোনো সহিংসতার ঘটনা ঘটেছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। তদন্তের পর নিহতদের পরিচয় জানানো হবে বলে জানিয়েছে পুলিশ। সূত্র : সিএনএন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন