শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সান্তাহারে ভারতীয় নেশার সামগ্রী উদ্ধার, আটক ৩

মো. মনসুর আলী, আদমদীঘি (বগুড়া) থেকে : | প্রকাশের সময় : ২১ ডিসেম্বর, ২০২১, ১২:০২ এএম

দীর্ঘদিন ধরে ওষুধ বিক্রির পাশাপাশি নেশার সামগ্রী বিক্রি করলেও কখনো ধরা পড়েনি। এবার দোকান মালিকসহ তিনজন ধরা পড়েছে বগুড়া ও সান্তাহার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার সন্ধায় সান্তাহার শহরের রেলগেট এলাকার তাছিন ফার্মেসীতে অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, ফার্মেসী থেকে বিপুল পরিমাণ নেশার সামগ্রী উদ্ধার করে তিনজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বিশেষ দল। আটক তিনজন হলেন, ফার্মেসীর মালিক আমিনুল হক ওরফে বুলু, মেহেদী হাসান, ও মোমিন মাহামুদ।
বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিচালক মেহেদী হাসান জানান, নেশার সামগ্রী বিক্রির বিষয়ে তথ্য থাকলেও স্থান চিহ্নিত করতে সময় লেগেছে। অনুসন্ধানে নিশ্চিত হওয়ার পরই অভিযান পরিচালনা করা হয়।
তিনি জানান, ফার্মেসীতে ওষুধের আড়ালে নেশার সামগ্রী রেখে গোপনে বিক্রি চলছিল। বিপুল পরিমাণ ভারতীয় নেশার ইনজেকশন কুমিজেসিক ও টাফেন্ডাল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা নেশার সামগ্রীসহ আটক তিনজনকে আদমদীঘি থানায় হস্তান্তর করে মামলা দায়ের করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন